জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে আর পাঁচ-ছয় মাস সময় আছে। এমন সম্ভাবনা বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে রাজনৈতিক দলের পর্যবেক্ষণ সম্পর্কে কোন মন্তব্য করেননি তিনি। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাজ হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া। সঠিকভাবে সে কাজ চলমান রয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও উদ্বেগ নেই। নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে নির্বাচন কমিশন, প্রশাসন এবং অংশগ্রহণকারী দলেরও ভূমিকা আছে।
মবিং (Mob) বা গণপিটুনি পরিস্থিতি নিয়ে তিনি জানান, মবিং কিছুটা কমেছে। তবে গেল কয়েকদিনে কুমিল্লা, চট্টগ্রাম, লালমনিরহাট ও ফরিদপুরে কিছু ঘটনা ঘটেছে। এসবের সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিল্প পুলিশের বিষয়ে তিনি জানান, গেল বছর জুলাই-আগস্ট মাসে শিল্পাঞ্চলে কিছু সমস্যা হয়েছিল। বর্তমানে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এসময় শিল্পকারখানা, শিল্প পুলিশের জনবল ও সরঞ্জাম বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন তিনি।
এসকে//