গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (০৬ জুলাই) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান গাজার শেখ রাদওয়ান ও আল-নাসর এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করে। হামলার সময় সেখানে অনেক মানুষ ঘুমচ্ছিলেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এ হামলায় ২৫ জন নিহত হন।
গাজার দক্ষিণে ওয়াদি এলাকায় গোলাবর্ষণের ঘটনায় আরও ৪ জন নিহত হন এবং ২৫ জন আহত হন। গাজার বিভিন্ন শরণার্থী শিবির ও শহরের অন্যান্য এলাকায় হামলায় আরও ৬ জনের মৃত্যু হয়।
এছাড়া গাজার আল-সাফতাওয়ি এলাকায় একটি ড্রোন হামলায় তিন ভাই নিহত হন। শেখ রাদওয়ানে একটি আশ্রয়কেন্দ্রের তাঁবুতে হামলায় ৩ জন নিহত হয়েছেন। শাতি শরণার্থী শিবিরে একটি স্কুলে হামলায় ৭ জন প্রাণ হারান, যাদের মধ্যে শিশুরাও ছিল।
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মরদেহ খণ্ডবিখণ্ড অবস্থায় পাওয়া গেছে। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় দুটি ত্রাণ শিবিরে হামলায় ১০ জন নিহত হন, যাদের মধ্যে শিশুও ছিল।
এদিকে গাজায় ইসরায়েলের অবরোধ চলমান থাকলেও ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো মানুষদের ওপর হামলা চালানো হয়। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত ৫৭ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এসকে//