খেলাধুলা

জাপানের বিপক্ষে ১১-০ গোলে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশগ্রহণ করেছে বাংলাদেশ নারী দল। আসরের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চীনের ডাজহু শহরে ১১-০ গোলের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে জাপান।

ম্যাচের প্রথমদিকে ভালো খেলতে থাকলেও প্রথম কোয়ার্টারে এক গোলে হজম করে বাংলাদেশ। পরের ১৫ মিনিটে জাপান আরো ২ গোল দেয়। বাংলাদেশ ৩ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে মধ্য বিরতিতে যায়।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ রক্ষণভাগ শক্ত রেখে মাত্র এক গোল হজম করেও খেলায় ম্লান হয়ে পড়ে চতুর্থ কোয়ার্টারে। ১৫ মিনিটের মধ্যে সাত গোল হজম করে। ফলে ১১-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

আজ মাঠে নেই বাংলাদেশ পুরুষ দল। আগামীকাল বালক দল শ্রীলঙ্কা ও বালিকা দল উজবেকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে। দুই ম্যাচই চীনা সময় বিকেলে অনুষ্ঠিত হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হকি #বাংলাদেশ #জাপান