বিনোদন

‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জরিওয়ালার ময়নাতদন্তে যা উঠে এলো

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রখ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা আর নেই। ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে বলিউড ও ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই তারকার আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের আবহ দৃশ্যমান।

বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, শেফালি শুক্রবার (২৭ জুন) রাতে অসুস্থ হয়ে পড়লে স্বামী পরাগ ত্যাগী তাকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে তার মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সতর্কতামূলকভাবে আরও কিছু পরীক্ষা চলছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। পরেরদিন শনিবার (২৮ জুন) তার শেষকৃত্য সম্পন্ন হয়। বলিউড ও টেলিভিশন জগতের অনেকে সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। স্ত্রীর মৃত্যুতে স্বামী পরাগ ত্যাগী ভেঙে পড়েছেন। সংবাদমাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে তিনি অনুরোধ জানান, এটিকে নাটক বানাবেন না। ওর জন্য শুধু প্রার্থনা করুন।

মাত্র ৪২ বছর বয়সে শেফালির এমন অকাল বিদায় তার ভক্তদেরও ভীষণভাবে নাড়া দিয়েছে।

উল্লেখ্য,২০০২ সালে 'কাঁটা লাগা' গানে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শেফালি পরবর্তীতে ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায় কাজ করেন। এছাড়া ২০১৯ সালে ‘বিগ বস ১৩’তে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #শেফালি জরিওয়ালা #আকস্মিক মৃত্যু