বছরের পর বছর সংগীতের সাথে যেন এক অটুট সম্পর্ক। যিনি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত ‘খালামণি’ নামে। সে অন্য কেউ নয় বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসি রহমান। আজ শনিবার (২৮ জুন) তার ৮৫ তম জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তার জন্য একটু বিষাদময় হয়ে উঠেছে।
ফেরদৌসি রহমান গণমাধ্যমকে জানান, এবারের জন্মদিনে আমার মনটা খুব খারাপ লাগছে। কারণ খুব কম সময়ে একে একে আমি তিনজন প্রিয় মানুষকে হারিয়েছি।সম্প্রতি তার স্বামী রেজাউর রহমান, ভাই মুস্তাফা জামান আব্বাসী এবং ভাবীকে হারানোর শোক এখনও তাড়া করে বেড়াচ্ছে তাকে ।
তিনি আরও বলেন, এই শোক নিয়ে জন্মদিন পালন করা আমার পক্ষে সম্ভব নয়। তবে যারা আমাকে ভালোবাসেন, তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।জন্মদিন উপলক্ষে যদিও তিনি কোনও বড় আয়োজন বা উৎসব করতে চাননি। তবে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে তাকে অনুরোধ করা হয়েছিল। তিনি বলেন, মন চাইছিল না যেতে কিন্তু অনেক অনুরোধের পর সেখানে গিয়েছি।
শারীরিক অবস্থার ব্যাপারে ফেরদৌসি রহমান জানান,ভাইয়ের মৃত্যুর পর মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, এবং শরীরেও ভালো নেই। সবাই আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ফেরদৌসি রহমান বাংলাদেশের সংগীতাঙ্গনে এক অবিস্মরণীয় নাম। তিনি 'এসো গান শিখি' অনুষ্ঠানটি পরিচালনার মাধ্যমে সংগীতের সঙ্গে অনেক মানুষকে পরিচিত করেছেন। তার পিতা পল্লীগীতির সম্রাট আব্বাস উদ্দিন ছিলেন, এবং ছোটবেলা থেকেই তিনি সংগীতের সঙ্গেই বড় হয়েছেন। ফেরদৌসি রহমান পল্লীগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গানসহ নানা ধরনের সংগীত পরিবেশন করেছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কথা বলো না বলো ওগো বন্ধু’, ‘প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে’, ‘যে জন প্রেমের ভাব জানে না’ এবং ‘ও মোর সোনার বন্ধুরে’ ইত্যাদি।
এসকে//