অভিনয় নয়, এবার সম্পূর্ণ নতুন এক ভূমিকা দেখা যাবে ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।প্রথমবারের একটি বাংলা সিনেমার উপস্থাপনা করছেন তিনি। ছবির নাম ‘দাঁতের লড়াই’।

সেভেন হর্স প্রোডাকশন প্রযোজিত এই সিনেমাটি তৈরি হয়েছে একটি গ্রামীণ পটভূমিতে গড়ে ওঠা সামাজিক গল্প নিয়ে। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বিপ্লব কয়াল নিজেই।
বছর জুড়ে নানা চমক দিয়েই চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নানাভাবে চলতি বছরে অভিনেত্রীকে দেখেছেন দর্শকরা।আসছে পুজোয় তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’ও আসছে। তাঁর মাঝেই অনুরাগীদের বড় চমক দিলেন নায়িকা।

প্রথমবারের মতো তিনি একটি বাংলা সিনেমা উপস্থাপননা করতে চলেছেন তিনি। আসছে ১১ জুলাই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দাঁতের লড়াই ছবিটি।

দাঁতের লড়াই’গল্পের মুখ্যচরিত্রে রয়েছে খুকু নামের একটি মেয়ে-আকাঙ্ক্ষা সেনগুপ্ত। তার বাবা ‘দানু’-এর চরিত্রে অভিনয় করেছেন অভিলাষ চক্রবর্তী ও মা চরিত্রে রয়েছেন স্বস্তিকা দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্থ ঘটক, চৈতালি জানা এবং বাবলু বন্দ্যোপাধ্যায়।

সিনেমায় খুকুর প্রিয় মুখোরোচকের নামই ‘দাঁতের লড়াই’। এই সামান্য লজেন্সকে ঘিরে গড়ে ওঠা খুকুর জীবনের টানাপোড়েন এবং ছোট ছোট স্বপ্ন নিয়েই ছবির বিভিন্ন আবেগঘন মুহুর্ত।
ছবির উপস্থাপনা প্রসঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, "দাঁতের লড়াই এক কথায় একটি হৃদয়স্পর্শী ছবি। পরিচালক বিপ্লব কোয়াল ও তাঁর টিম যখন এই সিনেমাটি প্রেজেন্ট করার প্রস্তাব দেন, তখন আমি আগ্রহ নিয়ে ছবিটি দেখি।

দেখার পর মনে হয়েছে, এটি একটি সুন্দর ও মননশীল কাজ, যা মানুষের মন ছুঁয়ে যাবে। তাই সিদ্ধান্ত নিই এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার। এই প্রথম প্রেজেন্টার হিসাবে কাজ করছি, তাই এক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি।"
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পে ভার্সেটাইল অভিনয় দক্ষতার জন্য পরিচিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত মায়ার বাঁধন চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন এই অভিনেত্রী। তিনি ২০০৩ সালে চ্যাম্পিয়ন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
শ্রাবন্তীর কর্মজীবনের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে অমানুষ, ভোলা মহেশ্বর, শিকারি (২০১৬), ভূতচক্র প্রাইভেট লিমিটেড (২০১৯) এবং বীরপুরুষ। শ্রাবন্তী তার প্রণয়ধর্মী ও পারিবারিক নাট্য ঘরানার চলচ্চিত্রে অভিনয়ের জন্য দর্শকদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত।
তার ব্যক্তিগত জীবন নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এক পুত্র সন্তান রয়েছে, যার নাম অভিমন্যু চট্টোপাধ্যায়।
এমআর//