গল টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টেস্ট অধিনায়কের এমন কীর্তি খুব প্রশংসিত হয়েছে। এর আগেও তিনি এক টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন। বিশ্বে ১৫তম ব্যাটসম্যান হিসেবে তিনি এই ক্লাবে যোগ দিয়েছেন।
বুধবার (২৫ জুন) প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেনের।
টেস্ট র্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন তিনি। গলে প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করেন নাজমুল। এর আগ সর্বোচ্চ ৪২ নম্বরে উঠে এসেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
এদিকে মুশফিকের রহিম ১১ ধাপ এগিয়ে অবস্থান করছে ২৮ নম্বরে। গলে ১৬৩ ও ৪৯ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। মুশফিক তার ক্যারিয়ার সর্বোচ্চ ১৭ নম্বরে উঠেছিলেন ২০২২ সালের শ্রীলঙ্কা সফরে। বর্তমানে বাংলাদেশিদের মধ্যে মুশফিকের টেস্ট র্যাংকিং সেরা।
এছাড়াও লিটন দাস ৩ ধাপ পিছিয়ে ৪০, মুমিনুল হক ৫ ধাপ পিছিয়ে ৫১ ও মেহেদী হাসান মিরাজ ৫৪ নম্বরে অবস্থান করছে। মিরাজ অসুস্থতার কারণে প্রথম টেস্ট খেলেননি। সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে অবস্থান করছেন তার ক্যারিয়ার সর্বোচ্চ ৫৫ নম্বরে।
এমএইচ//