খেলাধুলা

বৃষ্টির পর খেলা শুরু, বাংলাদেশের দলীয় শতক

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে লড়ছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে সফরকারীরা। এরপরই নামে বৃষ্টি। ঝুম বৃষ্টিতে খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। বৃষ্টি থামার পর খেলা আবারও শুরু হয়েছে।

বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন পর্যন্ত খুব ভালো প্রদর্শনী দেখাতে পারেননি। দলীয় ৫ রানে এনামুল হকের উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের রান ৪৩, ৭৪ ও ৭৬ হতেই আরও ৩ উইকেট হারিয়েছে তারা। একে একে ফিরেছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম।

এরমধ্যে সাদমান সর্বোচ্চ ৪৬ রানে বিদায় নেন। মুমিনুল ২১ ও শান্ত করেন ৮ রান।

ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ১৮ রানে ও লিটন ১৩ রানে অপরাজিত আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলীয় শতক পূরণ করেছে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #শ্রীলঙ্কা