আন্তর্জাতিক

ইরানে সরকার পতনের প্রচেষ্টা, যা বললেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে সামরিক হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের যে কোনও উদ্যোগ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, এমন কোনো পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থির করে তুলবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (১৮ জুন) কানাডার কানানাসকিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্রোঁ বলেন, ‘এই মুহূর্তে ইরানে সামরিক উপায়ে সরকার বদলানোর চেষ্টা করা হবে একটি ভয়াবহ ভুল। এর ফল হবে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে ম্যাক্রোঁ জানান, ‘ট্রাম্প বৈঠক থেকে আগেভাগেই বেরিয়ে গিয়েছিলেন ইসরাইল-ইরান সংঘর্ষে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে চেয়ে। যদিও ট্রাম্প পরে বিষয়টি অস্বীকার করেন এবং বলেন, তিনি এমন কোনো আলোচনা করেননি।‘

ম্যাক্রোঁ আরও বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্রুত আলোচনা শুরু করাই এখন জরুরি। তিনি জানান, গত এক দশক ধরে ফ্রান্স শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই ইরানের সঙ্গে সমাধানে পৌঁছাতে চেয়েছে এবং সেই পথেই তারা এগোচ্ছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরন #ইসরাইল #ফ্রান্স #ইরান ইসরাইল সংঘাত