আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে চাপ দিতে দ্বারস্থ সৌদি-কাতার-ওমানে

তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ইসরাইলের বিরুদ্ধে চলমান সংঘাতের অবসানে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার প্রভাব প্রয়োগের আহ্বান জানিয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলের তিন দেশ সৌদি আরব, কাতার এবং ওমানের মাধ্যমে এই আহ্বান জানিয়েছে।

সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স

ইরানের সূত্র অনুযায়ী রায়টার্স জানিয়েছে,  ইরান যুদ্ধবিরতির জন্য এই তিন দেশকে মধ্যস্থতার আহ্বান জানিয়েছে। সূত্রের দাবি, ইরান তার পারমাণবিক আলোচনায় নমনীয়তার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পকে ইসরাইলকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য চাপ দিতে অনুরোধ করেছে।

এ ব্যাপারে উপসাগরীয় দেশগুলোর নেতারা পুরো সপ্তাহজুড়ে পরস্পরের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। তারা উদ্বিগ্ন যে, ইরান-ইসরায়েল শত্রুতায় এই সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

ইরান একটি সূত্রের মাধ্যমে জানিয়েছে যে, যুদ্ধবিরতি নিশ্চিত হলে তারা পারমাণবিক আলোচনায় নমনীয় হতে প্রস্তুত। অন্যদিকে, উপসাগরীয় অঞ্চল থেকে এক সূত্র জানায়, ‘‘এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’’ ফলে, কাতার, সৌদি আরব এবং ওমান যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, যাতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করে তারা যুদ্ধবিরতিতে রাজি হয় এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসে।

তেহরান, কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছে, যাতে তারা আবারো পারমাণবিক আলোচনা শুরু করতে সহায়তা করে, তবে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরান কোনও আলোচনায় বসতে রাজি নয়। তারা স্পষ্ট জানিয়েছে, ‘‘যতক্ষণ পর্যন্ত ইসরাইলের হামলার জবাব শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত গুরুতর আলোচনায় বসা সম্ভব নয়।’’

তবে বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলি, এমনকি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসও কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা তার কার্যালয়ও কোনো মন্তব্য করেনি। তবে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টাচি হানেগবি বলেছেন, ‘‘এখন যুদ্ধ থামানোর পরিকল্পনা করার সময় নয়।’’

এদিকে, কানাডায় জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান এই যুদ্ধে জয়ী হচ্ছে না এবং ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের সমাধানে আলোচনা করতে চায় তেহরান। তিনি এই সংঘাতকে ‘‘উভয় পক্ষের জন্যই বেদনাদায়ক’’ উল্লেখ করেছেন এবং দ্রুত আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন। তবে, তিনি এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল