ঢাকার দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সশরীরে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। শনিবার (০৭ জুন) রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করে তিনি।

এসময় দুই সিটি করপোরেশনের প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা।
এর আগে শুক্রবার (০৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, পশু নয়, কোরবানি হোক অহংকার, হিংসা ও অবিচারের।
তিনি আরও বলেন, পশু কোরবানি আমাদের এক ধর্মীয় দায়িত্ব, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো- তা এক মানবিক কর্তব্য। আসুন, ঈদের আনন্দে কেউ যেন না থাকে বঞ্চিত, সাম্য আর সহযোগিতায় গড়ে তুলি সুন্দর সমাজ।
সবশেষে উপদেষ্টা বলেন, ঈদ মোবারক। ত্যাগ হোক উন্নয়নের মূলমন্ত্র।
এসি/ এমএ//