শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়ামাহফিল আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী। সোমবার (১৮ ফেব্রুয়ারি) এসব কর্মসূচির আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতের আজমান শাখা বাংলাদেশ সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি আব্দুল আলিম সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ শাফায়েত উল্লাহ্র সঞ্চালনায় এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সভাপতি সিআইপি প্রকৌশলী আবু জাফর চৌধুরী, বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, বদরুল আহমেদ বিদ্যুৎ-ফাস্ট সেক্রেটারি এন আই ডি ও স্পোর্টস, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী,সহ-সভাপতি হাসান জাকির, এইচ.এম. কামরুজ্জামান, আব্দুল কুদ্দুস খাঁ মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিম, মুকবুল হোসেন।
সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।