দেশজুড়ে

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ। নিজের ও পরিবারের নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই তিনি কাজ করবেন।

মাসুদ বলেন, ‘দল থেকে আমার ওপর কোনো চাপ, নির্দেশনা বা হুমকি নেই। আমার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ও আমার পরিবারের নিরাপত্তাজনিত কিছু বিষয় আছে। নেগেটিভ পরিবেশও এর একটা কারণ। মূলত আমার ফ্যামিলি হচ্ছে ম্যাটার।

দল তার সিদ্ধান্ত মেনে না নিয়ে পুনরায় মনোনয়ন বহাল রাখলে সেক্ষেত্রে তিনি কী করবেন এমন প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘আমার দল আমাকে প্রেসার দিয়ে কিছু করবে না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন