বিনোদন

পরিচালক বাবা ও মাকে গলা কেটে হত্যা

হলিউডের নামজাদা পরিচালক রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার ঘটনায় শোকের ছায়া পড়েছে বিনোদন জগত। পুলিশ জানিয়েছে, তাদের ছেলে নিক রাইনারকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৪ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে। ৭৮ বছর বয়সী রব রাইনার ও ৬৮ বছর বয়সী মিশেলকে একাধিক ছুরিকাঘাতে নিহত অবস্থায় তাদের বাড়িতে পাওয়া যায়। প্রথমে মরদেহ দেখতে পান দম্পতির ২৮ বছর বয়সী মেয়ে রোমি রাইনার।

পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে সাড়ে ৯টার দিকে নিক রাইনারকে গ্রেপ্তার করা হয়। তবে হত্যার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট হয়নি। তদন্ত চলছে।

রব রাইনার হলিউডের একাধিক স্মরণীয় ছবির পরিচালক হিসেবে পরিচিত। তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে হোয়েন হ্যারি মিট সেলি, স্ট্যান্ড বাই মি, এ ফিউ গুড ম্যান ইত্যাদি। এছাড়া তিনি কিংবদন্তি কৌতুক অভিনেতা কার্ল রাইনারের ছেলে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন