দিয়াজের রেকর্ড, ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো
আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে ক্যামেরুনকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক মরক্কো। রাবাতে অনুষ্ঠিত ম্যাচে ক্যামেরুনকে ২-০ গোলে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয় তারা। একই দিনে অন্য কোয়ার্টার ফাইনালে মালিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সেনেগাল।
শুক্রবার (১০ জানুয়ারি) রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে প্রায় ৬৪ হাজার দর্শকের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মরক্কো। ম্যাচের ২৬ মিনিটে আশরাফ হাকিমির নেয়া কর্নার থেকে আয়ুব এল কাবির হেডে বল কাছের পোস্টে পাঠান। সেখানে সতর্ক অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ সহজ ট্যাপ-ইনে মরক্কোকে লিড এনে দেন। চলতি আসরে এটি ছিল তার পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে মরক্কোর জয় নিশ্চিত করেন ইসমাইল সাইবারি। ম্যাচের ৭৪তম মিনিটে আব্দে এজ্জালজুলির বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে পিএসভি আইন্দহোভেনের এই মিডফিল্ডার ব্যাকপোস্ট থেকে জালে বল জড়ান।
এই ম্যাচের মাধ্যমে আফকনের ইতিহাসে এক আসরে প্রথম মরক্কান খেলোয়াড় হিসেবে পাঁচ গোল করার কীর্তি গড়েছেন ব্রাহিম দিয়াজ। পাশাপাশি গত ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচেই গোল করার নজিরও স্থাপন করেন তিনি।
বাংলাদেশ সময় আজ রাতে কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে নাইজেরিয়া। এ ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে মরক্কো। আগামী বুধবার রাতে সেমিফাইনালের এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এসএইচ//