খেলাধুলা

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ছবি: সংগৃহীত

হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বে টানা তিন জয়ে দুর্দান্ত ছন্দেই ছিল যুবা টাইগাররা। তবে সেমিফাইনালে এসে থেমে যায় তাদের পথচলা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ম্যাচটি ৫০ ওভারের বদলে নেমে আসে ২৭ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেস আক্রমণের সামনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের কেউই দায়িত্ব নিতে পারেননি।

মাত্র ৬৫ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। রিফাত বেগ (১৪), জাওয়াদ আবরার (৯), আজিজুল হাকিম তামিম (২০), কালাম সিদ্দিকি (৮) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৫) রান করে দ্রুত সাজঘরে ফেরেন। মাঝখানে সামিউন বশির কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত উইকেট পতনে শেষ পর্যন্ত ২৬ ওভার ৩ বলে ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ বলে ৩৩ রান করেন সামিউন। পাকিস্তানের হয়ে আব্দুল সুবহান নেন সর্বোচ্চ ৪টি উইকেট।

১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার হামজা জাহুরকে রানের খাতা খোলার আগেই ফেরান ইকবাল হোসেন ইমন। তবে এরপর উসমান খানকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আরেক ওপেনার সামির মিনহাস। দুজনে গড়ে তোলেন ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি।

দলীয় ৮৬ রানে উসমান খান ২৬ বলে ২৭ রান করে আউট হলেও জয় আর কঠিন হয়নি পাকিস্তানের। আহমেদ হুসেনকে সঙ্গে নিয়ে ৬৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মিনহাস। আহমেদ ১৪ বলে ১১ রান করেন এবং মিনহাস অপরাজিত থাকেন ৫৭ বলে ৬৯ রান করে।

এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত অনূর্ধ্ব-১৯। আগামী ২১ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন