জাতীয়

নির্বাচনের আগে রোহিঙ্গা ক্যাম্প সিল করা হবে : ইসি সানাউল্লাহ

জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরবর্তী কয়েক দিন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিং বা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে না পারে এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত না হয়, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা’—এই তিনটি মূলনীতিকে সামনে রেখে কাজ করছে।

তিনি  বলেন, এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকাতে হবে।

তিনি আরও বলেন,  নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হবেএই অভিযানের তিনটি প্রধান লক্ষ্য থাকবেঅবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনী আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।

এ নির্বাচন কমিশনার বলেন, মিন মিন করে নির্বাচন করা যাবে না এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ সংক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নিতে হবে। গায়ের জোরে কিছুই হবে না।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজারে কর্মরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন