জাতীয়

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি সানাউল্লাহ

ছবি: ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে আয়োজন করার সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকানো হবে আসন্ন নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে একটি বেসরকারি হোটেলে আয়োজিত ‘বিল্ডিং ব্রিজেস: রিজিওনাল ইলেকটোরাল গভর্নেন্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

ইসি সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশটির জন্য ঐতিহাসিক হতে পারে, যা গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাবে। তিনি জানান, আসন্ন নির্বাচনে রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকার সম্ভাবনা রয়েছে এবং তারা সবাই এই গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রক্রিয়ার অংশ হতে আগ্রহী।

রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইসির পরিকল্পনা। ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট ধরে প্রায় ৬০ দিনের ব্যবধানে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করার প্রস্তুতি চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন