বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে চলবে বিএনপি: রিজভী
বেগম খালেদা জিয়ার আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (০৩ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে মহিলা দলের শ্রদ্ধা অর্পণের পর তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেওয়া তার অঙ্গীকার এবং দেখানো পথ অনুসরণ করেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বাবা-মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেবেন।
তিনি অভিযোগ করে বলেন, কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল “অশুভ কারসাজি”।
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কিভাবে দেশের মানুষের পাশে থাকতে হয় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়।
এসি//