দেশজুড়ে

পঞ্চগড়ে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বোদা উপজেলা ও পৌর বিএনপি এই গায়েবানা জানাজা নামাজের আয়োজন করে।

গায়েবানা জানাজায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

জানাজার পূর্ব মুহুর্তে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ নেতাকর্মীরা।

বক্তারা বেগম খালেদা জিয়ার দেশের জন্য অবদান, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে রাখা ভুমিকাসহ তার অবদানের কথা উল্লেখ করে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জানাজা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন