রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ভোটে লড়ছেন না

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন না।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিজেই বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে রাজপথে আন্দোলন হয়েছে, তা বাস্তবায়নে কেবল আন্দোলন নয়—প্রাতিষ্ঠানিক রাজনীতির কাঠামোগত পরিবর্তন জরুরি। সেই লক্ষ্য বাস্তবায়নেই এনসিপি কাজ করতে চায়।

দলীয় সূত্র জানায়, নির্বাচনে প্রার্থী না হলেও আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দলের নীতিগত অবস্থান ও রাজনৈতিক কর্মসূচি জনসমক্ষে তুলে ধরবেন।

এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পাশাপাশি তার অনুসারীরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আন্দোলনের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন