যে আসনের ভোটার হচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য তিনি ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় নাম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।করেছেন। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে গিয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান করেন তিনি।
এর মাধ্যমে ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাকি অংশ সম্পন্ন হয়। এদিন তার সঙ্গে থাকা কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেন।
এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শেষে তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
যদিও তারেক রহমানের জন্মস্থান বগুড়া, তবে ভোটার হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর ঠিকানায় ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত যেকোনো যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে। অতীতেও বিশেষ ব্যবস্থায় ভোটার হওয়ার নজির রয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না।
দীর্ঘ ১৭ বছর পর গেল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এমএ//