জাতীয়

ঢাকায় নামতে না পেরে ব্যাংকক-কলকাতা-চট্টগ্রামে গেলো ১০ ফ্লাইট

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে একাধিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। প্রাথমিকভাবে ১০টি ফ্লাইট ডাইভার্ট হওয়ার কথা বলা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, মোট ৮টি ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট, বাকু থেকে সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, জেদ্দা ও শারজাহ থেকে আসা তিনটি ফ্লাইট, কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজের একটি এবং ইস্তাম্বুল থেকে আগত টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে। এছাড়া কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ব্যাংককে পাঠানো হয়।

অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা একটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মাম থেকে আগত একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ঘন কুয়াশার কারণে মোট ৮টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচলেও বিঘ্ন ঘটতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি শীতের অনুভূতিও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন