ইরানে সরকারবিরোধী বিক্ষোভে মধ্যপ্রাচ্যে একাধিক ফ্লাইট বাতিল
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের কারণে নিরাপত্তা উদ্বেগে শুক্রবার (৯ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইরানগামী বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। টার্কিশ এয়ারলাইনস তেহরানের সঙ্গে পাঁচটি ফ্লাইট স্থগিত রাখে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইরানের বিভিন্ন শহরে অন্তত ১৭টি ফ্লাইট বাতিল হয়।
কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জানায়, দোহা-তেহরান রুটে দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে তেহরান, শিরাজ ও মাশহাদের মতো গুরুত্বপূর্ণ শহরের রুট রয়েছে।
ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ইরানগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব আন্তর্জাতিক বিমান চলাচলেও পড়তে শুরু করেছে। এটি শুধু অর্থনৈতিক সংকট নয়, বরং শাসনব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকটও স্পষ্ট হয়ে উঠেছে।
উল্লেখ্য, গেল ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন ইসলামি প্রজাতন্ত্র উৎখাতের দাবিতে রূপ নিয়েছে, যা ইরানের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে এবং দেশটিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
এসএইচ//