বিএনপি

মার্টিন লুথার কিং এর উদাহরণ টেনে তারেক রহমান বললেন আই হ্যাভ এ প্ল্যান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মার্টিন লুথার কিং এর বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম, আজ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে দলের সদস্য হিসেবে বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর দি পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি (দেশ এবং দেশের মানুষের জন্য আমার একটি পরিকল্পনা আছে)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে বক্তব্যে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেছেন,  ‘দেশ পুনর্গঠনে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। এ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেই প্ল্যান আমি বাস্তবায়ন করব।’

তিনি বলেন, ‘সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে। আমরা দেশের শান্তি চাই

তিনি আরও বলেন, ‘আমাদের তরুণরা ২৪-এর আগস্টে এ দেশের স্বাধীনতাকে রক্ষা করতে কিভাবে আন্দোলন করেছে আমরা দেখেছি। ৭১-এ যারা শহীদ হয়েছেন, ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কথাও স্মরণ করেন তিনি।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন