রাজনীতি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত জানালেন সারজিস আলম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে তাকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সারজিস তারেক রহমানকে স্বাগত জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রায় দেড় যুগ পর দেশে ফেরা তারেক রহমান রাজনৈতিক ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় আবির্ভূত হচ্ছেন। ২৪-এর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানানোর পাশাপাশি দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সারজিস আলম বলেন, পূর্ব অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতাকে সামনে রেখে গণতান্ত্রিক আন্দোলন, আধিপত্যবাদবিরোধী সংগ্রাম এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।


 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন