জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খনিজ সম্পদের জন্য নয়, জাতীয় নিরাপত্তার প্রয়োজনে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই আর্কটিক দ্বীপ নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।
সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডার পাম বিচে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডের আশপাশের জলসীমায় রাশিয়া ও চীনের জাহাজের উপস্থিতি বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
এর আগে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে।
তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ।
এসএইচ//