মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান ট্রাম্পের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, স্বেচ্ছায় ক্ষমতা ছাড়লে তা মাদুরোর জন্য ‘ভালো’ হবে। তবে ক্ষমতা আঁকড়ে ধরে প্রতিরোধের চেষ্টা করলে এটি হবে তার ‘শেষ সুযোগ’।
গেলো কয়েক মাসে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুদ্ধজাহাজ ও হাজার হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ সময় দুইটি তেলবাহী ট্যাংকারও জব্দ করা হয়েছে।
ট্রাম্প জানান, মাদুরোর ভবিষ্যৎ পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এসএইচ//