সাগরপাড়ে আবেদনময়ী রূপে ধরা দিলেন মিম
ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম কাজের ফাঁকে দেশের বাইরে ভ্রমণে বেরিয়ে পড়েন নিয়মিতই। ভক্তরা তাকে ভালোবেসে ‘ভ্রমণকন্যা’ বলেও ডাকেন। অভিনয় ও মডেলিংয়ের ব্যস্ততার পাশাপাশি সুযোগ পেলেই বিশ্বের নানা প্রান্তে ছুটি উপভোগ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না—আরামদায়ক ছুটির মেজাজে মালদ্বীপে উড়ে গেছেন তিনি, আর সেখানেই ধরা দিলেন আবেদনময়ী রূপে।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড সামাজিকমাধ্যমে মালদ্বীপে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেন মিম। ছবিগুলোতে দেখা যায়, লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের ধারে কাঠের ডেকে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। আপলোডের পরপরই ছবিগুলো ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
কেউ লিখেছেন, “সুন্দর জায়গা, আপনার ছুটি উপভোগ্য হোক।” আরেকজন মন্তব্য করেছেন, “অসাধারণ, খুবই সুন্দর!”
এদিকে ব্যক্তিগত সময়ের পাশাপাশি ক্যারিয়ার নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিম। জানা গেছে, তিনি জনপ্রিয় নায়ক আরিফিন শুভর বিপরীতে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন শুভ-মিম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে এক সপ্তাহ ধরে চলছে এর শুটিং। জুটির নতুন কাজের খবর জানাজানি হতেই ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ।
এসএইচ//