কলিজা হারিয়েছি… বিচার চাই: শিশু সাজিদের বাবা
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়া দুই বছরের শিশুকে ৩২ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার হলেও বাঁচানো যায়নি ছোট্ট সাজিদকে। সাজিদের মৃত্যুর পর শোকাবদ্ধ পরিবার এখন ন্যায়বিচার দাবি করছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪০ ফুট মাটি খুঁড়ে তাকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১১টায় মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন সাজিদের বাবা রাকিব উদ্দীন।
বেদনায় কাঁপা কণ্ঠে তিনি বলেন, “আমি বিচার চাই। প্রশাসন যেভাবে বিচার করবে, আমি তা মেনে নেব। ফুটফুটে একটা সন্তান হারিয়েছি—আমার যেন কলিজা হারিয়ে গেছে। গর্তটা বন্ধ করে রাখা হলে এ দুর্ঘটনা হতো না।”
রাকিব আরও বলেন, “যারা গর্তটি তৈরি করেছিল, তারাই দায়ী। পাইপের মুখ ঢেকে রাখলে বা কোনো চিহ্ন দিলে এমনটা ঘটত না। তাদের অবহেলার কারণেই আমার সন্তান আর ফিরে এলো না।”
পরিবার জানায়, শুক্রবার সকাল ১০টায় বাড়ির পাশের মাঠে সাজিদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।
প্রসঙ্গত, গেল বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পাশে হাঁটার সময় অসাবধানতাবশত সেই পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়েছিল সাজিদ। ৩২ ঘণ্টার টানটান উদ্ধার অভিযানে শেষ সাজিদকে। তবে তাকে বাঁচানো যায়নি।
এমএ//