জাতীয়

নির্বাচন করবো, পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর জানাবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনই কিছু বলতে চান না তিনি। এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি আগেও বলেছি উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। যদিও এতে আইনগত বাধ্যবাধকতা নেই, তবু আমিও সেই নীতি অনুসরণ করবো।”

তিনি আরও বলেন, “আমি একটি সিস্টেমের অংশ, সিস্টেম অনুযায়ীই আমাকে চলতে হয়।”

পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি হ্যাঁ বা না কোনো স্পষ্ট জবাব দেননি। এ বিষয়ে তিনি বলেন, “এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আপনাদের জানিয়ে দেওয়া হবে।”

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন