খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া–প্রার্থনার আহ্বান সরকারের
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় আচার অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) তার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ও চার সদস্যের চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন।
অন্যদিকে, বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টা অবস্থান করে তিনি খালেদা জিয়ার পরিবার ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।
প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গেল ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এমএ//