আন্তর্জাতিক

সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ মামলা

ছবি: সংগৃহীত

ভারতের কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর  বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোনিয়া ও রাহুল ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধে ৩ অক্টোবর মামলা রুজু করে তারা।

রোববার (২০ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় রাহুল ও সোনিয়া ছাড়াও নাম রয়েছে কংগ্রেস নেতা স্যাম প্রিতোদা, সুমন দুবে, সুনীল ভান্ডারি এবং এক অজ্ঞাত ব্যক্তির। একই সঙ্গে বিবাদী করা হয়েছে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান এবং ডোটেক্স মার্চেন্ডাইজার প্রাইভেট লিমিটেডকে।

অভিযোগে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মূল প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড দখলের ষড়যন্ত্র করা হয়েছিল

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন