জনদুর্ভোগ

টানা ৯ ঘণ্টা আজ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে দুই জেলার যেসব এলাকা

জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও লাইনের উন্নয়ন কাজের কারণে সিলেট মহানগরীর বেশ কিছু অংশ এবং জয়পুরহাট জেলায় আজ শনিবার (২৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ পুনরায় চালু করা হবে।

সিলেট পিডিবি বিক্রয় ও বিতরণ বিভাগ–২–এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সোবহানীঘাট ফিডার ও রায়নগর ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সোবহানীঘাট ফিডার: চালিবন্দর, কাস্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড এবং আশপাশের এলাকা; রায়নগর ফিডার: সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও সংলগ্ন এলাকাসমূহ।

দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকার কারণে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং জরুরি সেবায় কিছুটা ভোগান্তি সৃষ্টি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে একই দিনে জয়পুরহাটেও প্রায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শহরজুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

জানা গেছে, জয়পুরহাট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নেসকোর আওতাধীন সব এলাকাই এ সময়ে বিদ্যুৎহীন থাকবে।

নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করা হয় এবং কাজ শেষে দ্রুত বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন