সরবরাহ বাড়লেও শীতের সবজির দাম চড়া
বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। বরং বেশির ভাগ সবজির দর গেল দুই সপ্তাহে কেজিতে প্রায় ২০ টাকা বাড়েছে। শিম, বরবটি, ঢ্যাঁড়শ ও পটলের মতো সবজির দাম আগের তুলনায় দ্বিগুণ হওয়ার কাছাকাছি। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে, আর কাঁচামরিচের দর অর্ধেকে নেমেছে। ডিম, মুরগি ও অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
সবজি ব্যবসায়ীরা জানান, উৎপাদন এলাকায় সবজির দাম বেশি থাকায় পাইকারি ও খুচরা বাজারেও প্রভাব পড়ছে। ঢাকার আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০–১২০ টাকায়, বরবটির ৭০–৮০ টাকায়, আর ঢ্যাঁড়শ ও পটলের কেজি ৫০–৭০ টাকায়। ফুল ও বাঁধাকপি কেজিতে ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি নতুন আলুর দাম ১৪০–১৫০ টাকা। পুরোনো আলুর দাম ২২–২৫ টাকা কেজি। কাঁচামরিচের কেজি দাম কমে ১০০–১২০ টাকায় এসেছে। পেঁয়াজের বাজারে দাম আরও কমে ১০০–১০৫ টাকা কেজিতে নেমেছে। নতুন পেঁয়াজ ৭০–৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিম ও মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০–১৭০ টাকা, সোনালি মুরগি ২৬০–২৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ-মাংসের বাজারেও তেমন পরিবর্তন হয়নি।
এমএ//