বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ সরকারের
বাউলদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার। হামলার ঘটনাস্থলগুলোতে ইতোমধ্যে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “বৈঠকে নির্বাচন বা বাউল নিয়ে কোনো আলাপ হয়নি। তবে যারা বাউলদের ওপর হামলা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি বলেন, মানিকগঞ্জসহ কয়েকটি স্থানে হামলার ঘটনায় পুলিশ ইতোমধ্যে অভিযান চালাচ্ছে। শিগগিরই ফল জানানো হবে।
শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশে দুদকের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।
দুদক অধ্যাদেশ ছাড়াও উপদেষ্টা পরিষদ আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এগুলো হলো- জাতীয় মানবাধিকার অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অধ্যাদেশ, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ, এবং রাজউক আইন ২০২৫-এর অনুমোদন।
প্রেস সচিব জানান, সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো প্রতিষ্ঠান গঠন করা যায় কি না- এ বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, “২০১৭ সাল থেকেই যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হতো, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর প্রত্যাবাসনের দিকে থাকত।”
এমএ//