বাউলদের ওপর হামলা ধর্মান্ধদের কাণ্ড: মির্জা ফখরুল
বাউল শিল্পীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে ‘উগ্র ধর্মান্ধদের ন্যক্কারজনক কর্মকাণ্ড’ বলে কড়া নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, বাউলরা বাংলাদেশের লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মাঠে-ঘাটে ঘুরে গান করে যারা বাংলার চিরায়ত ভাবনা তুলে ধরেন, তাদের ওপর হামলা অত্যন্ত লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য।
তিনি বলেন, এটা সঠিক নয়, এই ধরনের হিংসার পথ বেছে নেওয়া কারো জন্য কাম্য নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এসময় রাজধানীর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “বস্তিগুলোতে হাজারো নিম্নআয়ের মানুষ বাস করে। আমার বাসার রাঁধুনির পুরো ঘরটাও পুড়ে গেছে। ঘটনাটি দরিদ্র মানুষের জন্য বড় ধরনের আঘাত।” তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাশকতা কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তিনি ষড়যন্ত্রের কোনো ইঙ্গিত দেখছেন না। বরং কাঠামোগত দুর্বলতা, অব্যবস্থাপনা, অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি এবং দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলাকেই তিনি এসব ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
তার বলেন, আইন ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে প্রয়োগ হলে এমন দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
এমএ//