১০ জনের বার্সাকে উড়িয়ে চেলসির দাপুটে জয়
স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের রাতে বার্সেলোনাকে একপ্রকার বিধ্বস্তই করল চেলসি। ১০ জনের দলে পরিণত হওয়া কাতালান ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছেন এন্টসো মারেস্কা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতের ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ছিল স্বাগতিকরা। চতুর্থ মিনিটেই এঞ্জো ফের্নান্দেসের গোলটি হ্যান্ডবলের কারণে বাতিল হয়। এর দুই মিনিট পর ফেররান তোরেস অবিশ্বাস্যভাবে গোল মিস করলে ভাগ্যক্রমে বেঁচে যায় চেলসি।
অবশ্য গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি চেলসির। ম্যাচের ২৭ মিনিটে মার্ক কুকুরেইয়ার কাট-ব্যাক থেকে ফেররান তোরেসের ফ্লিক জুল কুন্দের পায়ে লেগে জালে গিয়ে ঠেকে আত্মঘাতী গোলেই এগিয়ে যায় চেলসি।
প্রথমার্ধের শেষ দিকে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে বার্সেলোনার। ৪৪ মিনিটে কুকুরেইয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অধিনায়ক রোনালদ আরাউহো। ১০ জন নিয়ে বাকি সময়টা কার্যত টিকে থাকার লড়াইয়েই নামতে হয় স্প্যানিশ জায়ান্টদের।
দ্বিতীয়ার্ধে চেলসির দাপট আরও স্পষ্ট হয়ে ওঠে। ৫০ মিনিটে অফসাইডের কারণে আরেকটি গোল বাতিল হলেও পাঁচ মিনিট পর আর ফেরার পথ রাখেনি মারেস্কার দল। রিস জেমসের পাস পেয়ে বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন এস্তেভোঁও।
ম্যাচের ৭৩ মিনিটে লিয়াম ডেলাপ স্কোরলাইন ৩-০ করেন। এঞ্জো ফের্নান্দেসের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। শুরুতে লাইন্সম্যান অফসাইড ধরলেও ভিএআর দেখে পরে গোলের বৈধতা নিশ্চিত হয়।
পুরো ম্যাচে ৫৫ শতাংশ পজেশন রেখে ১৫টি শট নেয় চেলসি, যার ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে, বার্সেলোনার পাঁচ শটের দুইটি ছিল টার্গেটে।
এই জয়ে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে পাঁচে উঠেছে চেলসি। দ্বিতীয় হার বার্সেলোনাকে ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ঠেলে দিয়েছে।
শীর্ষ তিনে রয়েছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান। এখন পর্যন্ত তিনটি দলই চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে।
এসএইচ//