খেলাধুলা

লা লিগা

লেভানডোভস্কির হ্যাটট্রিকে দারুণ জয় বার্সেলোনার

ছবি: সংগৃহীত

লা লিগায় দুর্দান্ত এক ম্যাচে সেল্টা ভিগোকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। রোববার (৯ নভেম্বর) রাতে দলের জয়ে হ্যাটট্রিক করে নায়ক রবার্ট লেভানডোভস্কি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হান্সি ফ্লিকের দল। দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন লেভানডোভস্কি। তবে পরের মিনিটেই কারেইরার গোলে সমতা ফেরায় সেল্টা ভিগো।

ম্যাচের ৩৭তম মিনিটে রাশফোর্ডের ক্রসে ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন লেভানডোভস্কি। কিন্তু বোর্তা ইগলেসিয়াসের চমৎকার গোল আবারও সমতা ফেরায় অতিথিরা। প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামালের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কাতালানরা। ৭৩তম মিনিটে রাশফোর্ডের কর্নার থেকে হেডে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লেভানডোভস্কি। ম্যাচে তিনটি গোলেই রাশফোর্ডের সরাসরি ভূমিকা ছিল।

শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন ফ্রেংকি ডি ইয়ং, ফলে পরের ম্যাচে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে তাকে ছাড়াই নামতে হবে বার্সাকে।

দিনের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করায় ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা, শীর্ষে থাকা রিয়ালের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে।

আন্তর্জাতিক বিরতির পর আগামী ২২ নভেম্বর বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে ফ্লিকের দল।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন