আবহাওয়া

শীতের আগমনে কুয়াশার চাদরে ঢাকা সকাল

রাতের নরম হাওয়ায় এখন যেন শীতের হালকা ছোঁয়া। শহরের আলো নিভু নিভু হলে, নীরবতার ভেতর ভোরের আগেই নেমে আসতে পারে কুয়াশার পাতলা চাদর। ঠিক এমনই ঋতু-সন্ধিক্ষণের ছবি এঁকে দিলো আবহাওয়া অধিদপ্তর- যেখানে পাতার ডগায় শিশির জমার গল্পও আছে, আর বাতাসে লুকিয়ে আছে শীতের আগমনী সুর।

শনিবার (২২ নভেম্বর) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়ে আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া থাকবে মোটামুটি শান্ত-শুষ্ক। আকাশে থাকবে কিছুটা মেঘ, তবে বৃষ্টি নয়—বরং ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে নামতে পারে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা।

রাতের তাপমাত্রা সামান্য কমে শীতের আলতো ছোঁয়া অনুভূত হতে পারে। তবে দিনের উষ্ণতায় তেমন পরিবর্তন আসছে না- প্রায় একই থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

পেছনের আবহমান বৈশিষ্ট্যের মতোই এবারও উপমহাদেশীয় উচ্চচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ভারতের পশ্চিমবল অঞ্চল ও আশপাশে। দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, যার প্রভাব বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

সবচেয়ে উল্লেখযোগ্য ইঙ্গিত—আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শান্ত আকাশ, নেমে আসা কুয়াশা, আর দূর সাগরে জন্ম নেওয়া নতুন আবহাওয়ার সুর—সব মিলিয়ে শীতের আগমনী বার্তা যেন ক্রমেই স্পষ্ট হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন