অপারেশন ফার্স্ট লাইট-২ এ গ্রেপ্তার ৬৪, অস্ত্র ও মাদক উদ্ধার
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট ২’ পরিচালিত হয়েছে । এতে ১১ জন ডাকাতসহ মোট ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, চোর-ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও মাদক কারবারিদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিদের ধরতে বাড়ি-বাড়ি তল্লাশি, সড়কপথে চেকপোস্ট স্থাপন এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়। এ সময় অভিযানে তিন জেলা থেকে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে এ অভিযানে পুলিশে ২৫০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানে ধারালো অস্ত্র, ইয়াবা, চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
আই/এ