তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়
দিনের ভোট আর রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল
সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, এই সিদ্ধান্তের ফলে আর “দিনের ভোট রাতে হওয়ার সুযোগ থাকবে না।”
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার একটি কার্যকর কাঠামো হিসেবে ফিরে এসেছে। এখন থেকে জনগণ নিজেদের ভোট নিজেরাই দিতে পারবে। মৃত মানুষের নামে ভোট দেওয়া বা রাতেই ভোট কাস্ট হয়ে যাওয়ার মতো অনিয়মের জায়গা আর থাকবে না।
তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে তিনি আরও বলেন, এটি কোনো ধর্মগ্রন্থ নয় যে চিরস্থায়ী থাকবে। “এই ব্যবস্থা পুনর্বহাল হয়েছে, অর্থাৎ আগের অবস্থায় ফিরেছে। ভবিষ্যতে প্রয়োজন হলে সংসদই সিদ্ধান্ত নেবে কোন পদ্ধতি গণতন্ত্রের জন্য আরও উপযোগী।”
'আগামীতে তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে' এ বিষয়ে তিনি জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে জানা যাবে, প্রধান উপদেষ্টা নির্বাচনের নিয়ম আগের মতোই থাকবে নাকি জুলাই সনদের ভিত্তিতে নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, রায় প্রকাশের পর সংশোধিত সংবিধান পুনঃমুদ্রণের প্রয়োজন রয়েছে। “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, তবে এর গঠনের খুঁটিনাটি চূড়ান্তভাবে নির্ধারণ করবে আগামী সংসদ।”
এমএ//