মোটরসাইকেলের সেল্ফ স্টার্ট নিচ্ছে না? জানুন সহজ সমাধানগুলো
হঠাৎ করে মোটরবাইকের সেল্ফ স্টার্ট কাজ না করা রাইডারদের জন্য বেশ অস্বস্তিকর অভিজ্ঞতা। তাড়াহুড়া থাকলে ঝামেলাটা আরও বাড়ে। তবে আশার কথা, এই সমস্যার বেশিরভাগ কারণই ছোট ও সহজে সমাধানযোগ্য। একটু দেখে নিলেই সেল্ফ আবার সচল হয়ে যেতে পারে।
কেন সেল্ফ স্টার্ট কাজ না করতে পারে এবং কীভাবে দ্রুত সমাধান করবেন—
১. দুর্বল বা ডেড ব্যাটারি
সেল্ফ স্টার্ট সমস্যা হলে প্রথম সন্দেহের জায়গা ব্যাটারি। দুর্বল বা নষ্ট ব্যাটারি এই সমস্যার অন্যতম কারণ।
লক্ষণ: হর্ন দুর্বল শোনা যায়, হেডলাইট ঝাপসা, স্টার্ট বাটনে চাপ দিলে ‘টিক টিক’ শব্দ।

সমাধান: মাল্টিমিটার থাকলে ব্যাটারি ভোল্টেজ দেখে নিন (১২ ভোল্টের নিচে হলে চার্জ বা রিপ্লেস দরকার)। ব্যাটারির টার্মিনাল ঢিলা কিনা তাও পরীক্ষা করুন। পুরোনো ব্যাটারি হলে পরিবর্তনই ভালো।
২. ফিউজ পুড়ে যাওয়া
ফিউজ নষ্ট হলে স্টার্টার মোটরই পাওয়ার পায় না।
সমাধান: সাইড কভার খুলে ফিউজ বক্স দেখে নিন। ফিউজ পুড়ে গেলে একই অ্যাম্পিয়ারের নতুন ফিউজ লাগান।

৩. স্টার্টার রিলে'র ত্রুটি
রিলে ঠিকমতো কাজ না করলে শুধু শব্দ হবে, মোটর ঘুরবে না।
লক্ষণ: বাটন চাপলে টিকটিক শব্দ হলেও ইঞ্জিন ঘোরে না।

সমাধান: কানেকশন ঠিকমতো লাগানো আছে কি না দেখুন, ময়লা থাকলে পরিষ্কার করুন। কাজ না হলে রিলে বদলাতে হবে।
৪. স্টার্টার মোটর জ্যাম
পুরোনো বাইক বা ধুলো জমলে মোটর ঘুরতে চায় না।

সমাধান: বাইকের পাশে হালকা টোকা দিলে অনেক সময় মোটর ঘুরে ওঠে। তবে এটি সাময়িক সমাধান। স্থায়ীভাবে ঠিক করতে মোটর খুলে সার্ভিসিং বা ব্রাশ পরিবর্তন দরকার।
৫. সেফটি সুইচে সমস্যা: নিউট্রাল/ক্লাচ/সাইড স্ট্যান্ড
এসব সুইচ নষ্ট হলে বাইক স্টার্টই নেবে না।
সমাধান:
বাইক সত্যিই নিউট্রালে আছে কিনা নিশ্চিত হোন; ক্লাচ সুইচ নষ্ট থাকলে ক্লাচ টেনেও স্টার্ট হবে না। ক্লাচ সুইচ পরিষ্কার করুন; সাইড স্ট্যান্ড সেন্সরে ময়লা থাকলে পরিষ্কার করুন, প্রয়োজনে সাময়িকভাবে বাইপাস করে পরীক্ষা করতে পারেন।

৬. ইঞ্জিন কিল সুইচ বন্ধ থাকা
অনেকেই ভুলে কিল সুইচ অফ করে রেখে বাইক স্টার্ট দেয়ার চেষ্টা করেন।
সমাধান: স্টার্টের আগে কিল সুইচ অন আছে কিনা দেখে নিন।

৭. ঢিলা তার বা লুজ কানেকশন
বৃষ্টি, ধুলো বা ভাইব্রেশনে অনেকসময় কানেকশন ঢিলা হয়ে যেতে পারে।
সমাধান: ব্যাটারি, রিলে, স্টার্টার বাটন—সব জায়গার কানেকশন টাইট কিনা চেক করুন। মরিচা হলে WD-40 স্প্রে দিয়ে পরিষ্কার করুন।

৮. ইগনিশন সুইচে কার্বন জমা
ইগনিশন সুইচের ভেতরে ময়লা জমলে কারেন্ট ঠিকমতো যায় না।
সমাধান: চাবি একটু নেড়ে চেষ্টা করলে অস্থায়ীভাবে চালু হতে পারে। স্থায়ী সমাধানের জন্য সুইচ খুলে পরিষ্কার বা পরিবর্তন করতে হবে।

কখন মেকানিক দেখাবেন?
স্টার্টার মোটর ঘোরে, কিন্তু ইঞ্জিন ধরছে না; বারবার ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে; নিউট্রালে থাকার পরও স্টার্ট নিচ্ছে না; পুড়ে যাওয়ার মতো গন্ধ পাওয়া যাচ্ছে
সেল্ফ স্টার্ট না নেওয়া সবসময় বড় সমস্যা নয়। বেশিরভাগ সময় ব্যাটারি, ফিউজ বা কানেকশনের মতো সাধারণ বিষয় একটু দেখে নিলেই সমাধান হয়ে যায়। তবে ইঞ্জিন–সংক্রান্ত বা ইলেকট্রিক্যাল লাইন বার্নের মতো জটিল সমস্যা হলে অবশ্যই মেকানিকের সাহায্য নেওয়াই নিরাপদ।
এমএ//