আন্তর্জাতিক

ফিল্মি স্টাইলে হিমশীতল নদী থেকে কিশোরীকে উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হিমশীতল নদীর পানিতে পড়ে যাওয়া এক কিশোরীর জীবন বাঁচিয়েছে নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) তিন পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নিউইয়র্কের হারলেম নদীতে ডুবে যাওয়া এক কিশোরীর আর্তচিৎকার শুনে ছুটে যান এনওয়াইপিডির তিন সদস্য। এক সেকেন্ডও দেরি না করে তারা ঝাঁপিয়ে পড়েন জীবন বাঁচানোর মিশনে।

পুলিশের বডিক্যামে ধারণ করা ভিডিওতে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা দ্রুত নিজের জ্যাকেট খুলে বরফ ঠান্ডা পানিতে লাফ দেন। মেয়েটি তখন তীর থেকে প্রায় ২০ ফুট দূরে ভেসে যাচ্ছিল। পুলিশ কর্মকর্তা সাঁতরে এগিয়ে গেলে তীরের পাশে থেকে তার দুই সহকর্মী কংক্রিটের সরু ধারে এগিয়ে গিয়ে হাত বাড়ান। শেষ পর্যন্ত তিনজনের সমন্বিত প্রচেষ্টায় মেয়েটিকে টেনে তুলে আনা হয় নিরাপদ স্থানে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন কর্মকর্তার নাম হলো- অঙ্কিত গুপ্ত, উইলমার গুয়েরেরো এবং শুয়াইবুল আমিন। তিনজনেই আপটাউন ম্যানহাটনের ৩২তম প্রিসিঙ্কটের সদস্য।

ম্যানহাটনের ১৪২তম স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে। বীরত্বপূর্ণ এই কাজের জন্য এনওয়াইপিডি বৃহস্পতিবার প্রকাশ্যে প্রশংসা জানায় ৩২তম প্রিসিঙ্কটের এই তিন কর্মকর্তাকে।

পুলিশ কর্মকর্তা অঙ্কিত গুপ্ত বলেন, “আমরা তিনজন একসঙ্গে ছিলাম বলেই এটা সম্ভব হয়েছে। এটা ছিল পুরোপুরি টিমওয়ার্ক। ওই মেয়েটি আজ দ্বিতীয়বার জীবন পেয়েছে।”

অন্য কর্মকর্তা শুয়াইবুল আমিন বলেন, “কাউকে বাঁচাতে পারার যে সুখ, সেটাই আমাদের চাকরির সবচেয়ে বড় পাওয়া।”

নিউইয়র্ক পুলিশের এই মানবিক ও ঝুঁকিপূর্ণ উদ্যোগের ভিডিও ভাইরাল হয়ে প্রশংসায় ভরছে নেটদুনিয়া। অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ায় স্যালুট জানাচ্ছেন এই তিন পুলিশ সদস্যকে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন