ভারতের বিপক্ষে জয়ের প্রতিশ্রুতি হামজার
এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। মাঠে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।
নিজের ভেরিফাইড ফেসবুক এ তিনি লিখেছেন, ‘বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামিকাল (আজ) আপনাদের সবাইকে দেখা এবং আপনাদের উচ্ছ্বাস অনুভব করার জন্য আর অপেক্ষা করতে পারছি না, ইনশা আল্লাহ।'
গত ম্যাচে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্রয়ের হতাশা ভুলে ভারতের বিপক্ষে যেনো জয়ের প্রতিশ্রুতিই দিলেন হামজা। প্রীতি ম্যাচে ২–২ গোলে সমতায় শেষ হওয়া সেই ম্যাচেই ওভারহেড কিকে এক গোল এবং প্যানেনকা শটে আরেকটি গোল করে নজর কাড়েন লেস্টার সিটির এই ফুটবলার। দুর্দান্ত পারফরম্যান্সের পরও জয়ের দেখা না পেয়ে হতাশ হলেও সামনে থাকা বড় লড়াইয়ের জন্য সতীর্থদের মানসিকভাবে আরও শক্ত হতে উৎসাহ দিচ্ছেন তিনি।
ম্যাচের পর ইনস্টাগ্রামে হতাশার কথা জানিয়ে হামজা লিখেছিলেন, ‘আরেকটি রাত, আরেকটি হতাশাজনক সমাপ্তি। ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আসুন, সবাই ঐক্যবদ্ধ থাকি।’
জাতীয় দলের হয়ে গত মার্চে অভিষেকের পর থেকেই হামজার উপস্থিতিতে প্রতিটি ম্যাচেই গ্যালারি ভরে যায় দর্শকে। আজকের ম্যাচেও একই চিত্র দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ আসনের সব টিকিট বিক্রি হয়েছে মাত্র ছয় মিনিটেই।
এসএইচ//