দেশজুড়ে

হাফেজের স্ত্রীকে জবাই করে হত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত মুকুল ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

রোববার (১৬ নভেম্বর) রাত সারে সাতটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পার্শ্ববর্তী  সুলতান মাষ্টার বাড়ি জামে মসজিদের ইমাম। সে দুপুরের খাবার শেষ মসজিদে নামাজ পড়াতে যান। সে সময় তার স্ত্রী ঘরেই অবস্থান করছিলেন। সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী তাদের বাড়িতে এসে  ঘরে  ওই নারীর লাশ পরে থাকতে দেখতে পায়।পরবর্তীতে তার ডাকচিৎকারে স্খানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।

ওসি মো. জুয়েল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছেহত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আজ সোমবার সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন