২৩ বছর পর নতুন সভাপতি-সম্পাদক পেলো পটুয়াখালী জেলা বিএনপি
দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্রি এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. মজিবুর রহমান টোটন নির্বাচিত হয়েছেন।
বুধবার (২ জুলাই) দিবাগত রাতে ব্যায়ামাগার মিলানায়তনে ফল ঘোষণা করা হয়। পটুয়াখালী জেলা বিএনপি কাউন্সিল ২০২৫ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাড. আব্দুল হক ফরাজী, সদস্য মশিউর রহমান, এবং মোঃ নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সকাল ১০টায় পটুয়াখালী ব্যয়ামাগার মিলনায়তনে পটুয়াখালী জেলা বিএনপি'র সম্মেলন সরাসরি ভোট গ্রহন করা হয়। ১১৭২ ভোটার সরাসরি ভোট প্রধান করেন, সভাপতি পদে দুই জন অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি পেয়েছেন -৭৫৫ ভোট । মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না পেয়েছেন -৩৯৯ ভোট। বাতিল হয়েছে ১০ ভোট ।
অন্যদিকে সাধার সম্পাদক হিসেবে অংশগ্রহণ করেন ৬ জন। সাধারন সম্পাদক প্রার্থী এ্যাড মজিবুর রহমান টোটন ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।
পটুয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এই কমিটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাত তিনটা পর্যন্ত চলে ভোট গণনার কাজ। এ সময়ে সহস্ত্রাধিক কর্মী সরাসরি ভোট গণনা প্রত্যক্ষ করেন। সরাসরি কাউন্সিলরদের সামনে ভোট গণনা করে সভাপতি-সম্পাদক নির্বাচনের প্রক্রিয়াটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপির কর্মীরা।
বিএনপির নেতৃবৃন্দ বলেন, মানুষের ভোটের জন্য লড়াই করেছে বিএনপি। দলের সম্মেলনে পটুয়াখালী জেলার আট (০৮) উপজেলা থেকে আসা বিএনপির তৃণমূলের ভোটাররা সে প্রতিফলনই দেখিয়েছেন।
আই/এ