বিচারকের ছেলেকে হত্যা: দ্রুত ব্যবস্থা নিতে আইন উপদেষ্টার নির্দেশ
রাজশাহীতে বিচারকের সন্তান হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় নৃশংস এই হামলার ঘটনা ঘটে। এতে বিচারকের ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত হন এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইন উপদেষ্টা বলেন, ঘটনার পরপরই পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সব অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, আহত তাসমিন নাহারের চিকিৎসা যথাযথভাবে চলতে সরকারের পক্ষ থেকে নিবিড় নজরদারি রাখা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ রয়েছে।
আসিফ নজরুল বলেন, “বিচার বিভাগের সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”