খেলাধুলা

হামজার জোড়া গোলেও জয় মেলেনি বাংলাদেশের

ছবি: ফাইল ছবি

আবারও জয়ের স্বপ্ন শেষ মুহূর্তে ভেঙে গেল বাংলাদেশের। হামজা চৌধুরীর জোড়া গোলেও শেষ পর্যন্ত নেপালকে হারাতে পারেনি জামালরা। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে অনন্ত তামাংয়ের ফ্লিক করা গোলে ম্যাচটি শেষ হয় ২–২ সমতায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটেই হামজা চৌধুরী এক অসাধারণ বাইসাইকেল কিকে সমতা আনেন। তিন মিনিট পর পেনাল্টি থেকে আরও একটি গোল করে দলকে লিড এনে দেন তিনি।

এরপর খেলার নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের দখলেই। কিন্তু ৮০ মিনিটে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হামজাকে তুলে নেওয়ার পর খেলার মোড় ঘুরে যায়। নেপাল ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। এক পর্যায়ে তাদের একটি আক্রমণ ক্রসবারে লেগে ফেরত আসে। অবশেষে ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে অনন্ত তামাংয়ের ফ্লিক করা বল জালে জড়িয়ে সমতায় ফেরে নেপাল।

বাংলাদেশের জন্য ইনজুরি সময়ে গোল হজমের এই দৃশ্য নতুন নয়। গত ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষেও একইভাবে ইনজুরি সময়ে গোল হজম করে জয় হারিয়েছিল জামাল ভূঁইয়ার দল।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন