কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিত করল থাইল্যান্ড
সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে দুই থাই সেনা আহত হওয়ার পর কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিত করেছে থাইল্যান্ড। সোমবার (১০ নভেম্বর) রয়্যাল থাই আর্মি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের সিসাকেত প্রদেশে মাইন বিস্ফোরণে এক সেনা পায়ে গুরুতর আঘাত এবং বিস্ফোরণের ধাক্কায় আরেক সেনা বুকে ব্যথা অনুভব করেছেন।
অবশ্য কম্বোডিয়ার কর্তৃপক্ষ থাইল্যান্ডের চুক্তি স্থগিতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে দক্ষিণ-পূর্ব এশীয় দুই প্রতিবেশীর মধ্যে আঞ্চলিক বিরোধের কারণে পাঁচ দিন সীমান্ত সংঘর্ষ হয়। কয়েকদিনের যুদ্ধে কমপক্ষে ৪৩ জন নিহত হয়। এরপর গত মাসে মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি করে।
এসএইচ//